ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৯, ২৬ এপ্রিল ২০২৪ | আপডেট: ১০:০৫, ২৬ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু হয়েছে। শুক্রবার পশ্চিমবঙ্গের ৩টি আসনসহ ১৩ রাজ্যের ৮৯টি আসনে সকাল ৭টা থেকে ভোট শুরু হয়েছে।

এছাড়া মণিপুর ও কেরালার ২০ আসন, কর্ণাটকের ১৪, রাজস্থানের ১৩, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের ৮টি করে, মধ্যপ্রদেশের ৭টি, আসাম ও বিহারের ৫টি করে এবং  ত্রিপুরা ও জম্মু-কাশ্মীরে এদিন ভোট হচ্ছে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কর্ণাটকের ওয়েনাড় আসনেও ভোট হচ্ছে আজ। এছাড়া কংগ্রেসের শশী থারুর, বিজেপির হেমা মালিনীসহ হেভিওয়েট নেতাদেরও ভাগ্য পরীক্ষা এই দফার ভোটে।  

এদিকে তীব্র তাপদাহের কারণে ভোটার উপস্থিতি কম হতে পারে বলে ধারণা করছে নির্বাচন কমিশন। ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এর আগে ভারতে প্রথম দফার ভোটগ্রহণ হয় গত শুক্রবার (১৯ এপ্রিল)। প্রথম দফায় দেশটির ১৭টি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ১০২টি আসনে ভোট অনুষ্ঠিত হয়।

৫৪৩টি আসনে ভোটগ্রহণ হবে সাত দফায়। এই নির্বাচন চলবে ১ জুন পর্যন্ত। চূড়ান্ত ফলাফল ঘোষিত হবে ৪ জুন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি